ICDS Anganwadi New Recruitment 2023 : রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ৩৬ হাজার শূন্যপদে নিয়োগ নতুন আপডেট দিল সরকার। কর্মী ও সহায়িকা মিলে মোট ৩৬ হাজার পদে নিয়োগ হবে রাজ্যে। কোন কোন জেলায় নিয়োগ হবে জানিয়ে দিল। শ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখন উচ্চ মাধ্যমিক পাস লাগবে। সম্পূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো। ICDS Anganwadi New Recruitment 2023
অঙ্গনওয়াড়িতে ৩৬ হাজার কর্মী নিয়োগ, ICDS Anganwadi New Recruitment 2023
পদের নাম – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স বাড়িয়ে দিল:
প্রসঙ্গত ICDS অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাওয়ার বয়স ৪৫ থেকে কমিয়ে ৩৫ বছর করেছে কেন্দ্র সরকার। সেই সঙ্গে কর্মী ও সহায়িকা উভয় পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য অষ্টম শ্রেণী ও কর্মীদের জন্য মাধ্যমিক পাস আবশ্যিক ছিল। কেন্দ্র সরকার নতুন নিয়মে বহু প্রান্তিক মানুষের কাজ পাওয়ার সুযোগ হারাবেন বলে আশঙ্কা রাজ্য সরকারের।
কোন কোন জেলায় নিয়োগ করা হবে :
বেশিরভাগ জেলার রয়েছে মালদা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে দ্রুত শূন্যপদ পূরণের জন্য এই পাঁচ জেলায়ও কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করার সময় ছিল জেলাশাসকদের চেয়ারপার্সন এবং বিধায়কদের ভাইস চেয়ারপার্সন ও মেম্বার কনভেনর করা হয়েছে। মালদহে শেষ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, পূর্ব মেদিনীপুরে কারামন্ত্রী অখিল গিরি, এবং পশ্চিম বর্ধমানের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কমিটির ভাইস চেয়ারপার্সন হয়েছেন।
দুটি পদের শূন্যপদ :
অঙ্গনওয়াড়ি কর্মী ১৫ হাজার ও ২১ হাজার সহায়িকা শূন্যপদ রয়েছে। এই দুটি পদের শূন্যপদ গুলি ধাপে ধাপে পূরণ করা লক্ষ্য এগোচ্ছে রাজ্য।
রাজ্যে বুধবার নারী ও শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রীসভা বলেন নিয়োগ সংক্রান্ত কমিটি গঠন দ্রুত করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ সংক্রান্ত নিয়মে কেন্দ্র কিছু বদল এনেছে।
প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।
https://t.me/modraneducution
Notice Download – Click Here